Friday 12 September 2014

প্রকৃতির এক অপরূপ লীলাভুমির নাম হামহাম

ইট-পাথরে গাথা শহুরে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আর সোঁদা মাটির গন্ধের সন্ধানে মাঝে মাঝে বন্ধুদের সাথে ঘুরতে বের হই। এবারের অভিযান সঙ্গী হিসেবে ছিল বন্ধুবর মাসুদ,অমি,নিপুন,নোমান,তানভীর,অদিতি আর আনিকা । অভিযানের উত্তেজনায় দিগুণ মাত্রা যোগ করে প্রফেসর আকতার মাহমুদ স্যার আর আফসানা ম্যামের উপস্থিতি। কাঁচের মত স্বচ্ছ পানি পাহাড়ের গাঁ বেঁয়ে আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। বুনোপাহাড়ের ১৫০ ফুট উপর হতে গড়িয়ে পড়া স্রোতধারা কলকল শব্দ করে চারিপাশ গাছ গাছালি আর নাম না জানা হাজারো প্রজাতীর লাত পাতা ও লতা গুল্মে আচ্ছাদিত হয়ে আছে পাহাড়ী

Wednesday 13 August 2014

দিনেমার, ওলন্দাজ , ফিরিঙ্গি,বর্গী,অ্যাংলো-ইন্ডিয়ান কারা ?

দিনেমার:

দিনেমার'(ড্যানিশ):'জাতি ডেনমার্কের অধিবাসীরা বাংলাদেশে দিনেমার নামে পরিচিত। সতেরো শতকের প্রথম দিকে দিনেমাররা পূর্বাঞ্চলে তাদের বাণিজ্যিক কর্মকান্ড শুরু করে। ডেনমার্কের রাজা চতুর্থ ক্রিশ্চিয়ান ১৬১৬ খ্রিস্টাব্দের ১৭ মার্চ একচেটিয়া বাণিজ্যিক অধিকার সম্বলিত একটি অনুমতিপত্রের মাধ্যমে ভারতে বাণিজ্যের জন্য দিনেমার কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৬৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র ১৮টি দিনেমার জাহাজ ভারতে পাঠানো হয়েছিল। এ জাহাজগুলি মশলাচীনামাটির বাসন-কোসনহীরা ইত্যাদি নিয়ে দেশে ফিরে।

Sunday 27 July 2014

যাদুকর সামাদ

উপমহাদেশের ফুটবল জগতের কিংবদন্তি ফুটবল যাদুকর সামাদ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের কাছাকাছি ভুরী গ্রামে, ১৮৯৫ সালের ৬ ডিসেম্বর তাঁর জন্ম। তাঁর পুরো নাম সৈয়দ আবদুস সামাদ। যাদুকর সামাদনামেই অবশ্য তিনি সর্বমহলে বিশেষভাবে পরিচিত।

Saturday 26 July 2014

পরীক্ষার হলে কথোপকথন .........

পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন
১ম বান্ধবীঃ এই, ৭ নংলিখছিস?
২য় বান্ধবীঃ নারে, ৭নং টা ভালো করে পারিনা।
১ম বান্ধবীঃ ৮ নং লিখছিস?
২য় বান্ধবীঃ না, ঐটা দিবোনা।
১ম বান্ধবীঃ ৯ নং পারিস?

Wednesday 23 July 2014

বিপ্লবী ক্ষুদিরাম বসু

'একবার বিদায় দে-মা ঘুরে আসি।

হাসি হাসি পরব ফাঁসি

Monday 21 July 2014

রাজা ও তার পুকুর

এক‬ রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়।রাজা সকালবেলা তার প্রাসাদেরবারান্দা থেকে দুধের পুকুরদেখতে চান।সবার কাছে রাজার এই নির্দেশপৌঁছে দেয়া হলো।একলোক ভাবলো যে সবাইতো গ্লাসেকরে দুধ নিয়ে যাবে, সে যদি রাতেরঅন্ধকারে লুকিয়ে দুধের জায়গায়পুকুরে এক গ্লাসপানি দিয়ে আসে তবে কেউইতা বুঝবে না।তাই সে সকলের সাথে গিয়ে সবারঅলক্ষ্যে এক গ্লাসপানি ঢেলে দিয়ে এলো।সকাল বেলা রাজা তার প্রাসাদেরবারান্দায় এসে হাহাকারকরে উঠলো।তার সাধের পুকুর শুধুপানি দিয়ে ভর্তি ছিল, সেখানে একফোঁটা দুধও ছিল না।আসলে সবাই ভেবেছিলো যে-আমার আর দুধ নিয়ে যাওয়ারদরকার নেই, অন্যরা তো পুকুরে দুধঢালবেই।


‪#‎শিক্ষা‬ :: এই গল্পটি থেকে এক গভীর শিক্ষা পাই। যখন কোনো ভালো কাজ করার সুযোগ আসে, তখন ভেবো না যে আর কেউ এ কাজটি করবে, তাই তোমার কষ্ট করার দরকার নেই। বরং ভাবো যে ভাল কাজটা তোমার থেকেই শুরু হবে, যদি তুমি না করো তবে কেউ করবে না।

Friday 13 June 2014

বাঙ্গালি.....

একদিন এক হলরুমে 500 লোক জড়ো করা হল...। কতৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে বেলুন দিল এবং তাতে মার্কার কলম দিয়ে সবার নাম লিখতে বলল....। লেখা শেষ হলে বেলুনগুলো আরেকটা রুমে রাখা হল....। পরে কতৃপক্ষ তাদের সবাইকে 5 মিনিটের মধ্যে ঐ রুম থেকে নিজের নাম লেখা বেলুনটি খুজে নিয়ে আসতে বলল.....। রুমে গিয়ে সবাই নিজের নাম লেখা বেলুনটি এত তাড়াতাড়ি খুজছিল যে কয়েকজন ছাড়া কেউই নিজের নাম লেখা বেলুনটি পেল না.....। তারা নিজ নামের বেলুন খুজতে সত্যিই খুব ব্যস্ত ছিল.....। তাই সেখানে এত বিশৃংঙ্খলা হচ্ছিল যে নির্দিষ্ট সমযের মধ্যে 2-1 জন ছাড়া কেউ নির্দিষ্ট বেলুনটি খুজে পায় নি.....। 
                                             এরপর, কতৃপক্তাদেরকে বললেন তারা তাদের সামনে যেই নাম লেখা বেলুন পাবেন সেই নামের ব্যক্তিকে যেন বেলুনটি দিয়ে দেয়....। এবার দেখা গেল 1 মিনিটের মধ্যেই সবাই নিজের নাম লেখা বেলুনটি পেয়ে গেছে..... !! মানুষের জীবনে সুখ জিনিসটাও ঠিক এরকম....। পৃথিবীর হাজার রকমের সুখের বস্তু হতে সবাই তাড়াতাড়ি নিজের সুখটাই খুজে নিতে চেষ্টা করে....। এবং গল্পের মতই বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু 2-1 জন ছাড়া কেউ সুখের দেখা পায় না....। আসলে সুখ জিনিসটাই এমন যে, আপনি যদি অন্যরে সুখের বস্তুটা তাকে খুজে দিতে সাহায্য করেন তবে সেও আপনাকে আপনার সুখের বস্তুটা খুজে পেতে সাহায্য করবে.....। মোরাল: অন্যকে সুখী করলে নিজে সুখী হওয়া যায়....