Saturday 20 February 2016

কাশ্মীর কথন - ২০১৬

রাত ১১ঃ৩০ এ বাস, অথচ বিকাল থেকে রাত আট পর্যন্ত ব্যাস্ত এই
 ব্যানার ডিজাইন আর প্রিন্ট করতে ... দুঃখের বিষয় পুরো
কাশ্মীর-আগ্রা ব্যানার সাথে নিয়ে ঘুরলেও ব্যানার সহ মাতর একটা ছবিই আছে...

আব্দুল্লাহ আল নোমান

১৪ই জানুয়ারি ২০১৬ রাত ১১;৩০, স্বর্গের ক্যাম্পাস খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অপেক্ষা করছি বাসের জন্য। সাথে সঙ্গী হিসেবে আছে ভূস্বর্গ কাশ্মীর ট্যুরের ১৪ জন এবং সি অফ করতে আসা কয়েকজন জুনিয়র।ঢাকা থেকে বাসের সাথে আসছে জন। এবারের ট্যুরটা মূলত নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের (জাবি) ব্যাচ (আমরা এবং আমাদের সিনিয়র ব্যাচ) মিলে যৌথ ভাবে আয়োজন করছি। Duke of Edinburgh’s International Award Program এর Gold Level Adventurous Tour এর ব্যানারে আমাদের এবারের ট্যুর। সর্বমোট ১৮ জনের একটা গ্রুপ, যেখানে আমাদের ব্যাচের আমরা ১১ জন, আমাদের সিনিয়র ব্যাচের জন এবং একজন ম্যাডাম।