Sunday 27 July 2014

যাদুকর সামাদ

উপমহাদেশের ফুটবল জগতের কিংবদন্তি ফুটবল যাদুকর সামাদ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের কাছাকাছি ভুরী গ্রামে, ১৮৯৫ সালের ৬ ডিসেম্বর তাঁর জন্ম। তাঁর পুরো নাম সৈয়দ আবদুস সামাদ। যাদুকর সামাদনামেই অবশ্য তিনি সর্বমহলে বিশেষভাবে পরিচিত।

Saturday 26 July 2014

পরীক্ষার হলে কথোপকথন .........

পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন
১ম বান্ধবীঃ এই, ৭ নংলিখছিস?
২য় বান্ধবীঃ নারে, ৭নং টা ভালো করে পারিনা।
১ম বান্ধবীঃ ৮ নং লিখছিস?
২য় বান্ধবীঃ না, ঐটা দিবোনা।
১ম বান্ধবীঃ ৯ নং পারিস?

Wednesday 23 July 2014

বিপ্লবী ক্ষুদিরাম বসু

'একবার বিদায় দে-মা ঘুরে আসি।

হাসি হাসি পরব ফাঁসি

Monday 21 July 2014

রাজা ও তার পুকুর

এক‬ রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেয়া হলো সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়।রাজা সকালবেলা তার প্রাসাদেরবারান্দা থেকে দুধের পুকুরদেখতে চান।সবার কাছে রাজার এই নির্দেশপৌঁছে দেয়া হলো।একলোক ভাবলো যে সবাইতো গ্লাসেকরে দুধ নিয়ে যাবে, সে যদি রাতেরঅন্ধকারে লুকিয়ে দুধের জায়গায়পুকুরে এক গ্লাসপানি দিয়ে আসে তবে কেউইতা বুঝবে না।তাই সে সকলের সাথে গিয়ে সবারঅলক্ষ্যে এক গ্লাসপানি ঢেলে দিয়ে এলো।সকাল বেলা রাজা তার প্রাসাদেরবারান্দায় এসে হাহাকারকরে উঠলো।তার সাধের পুকুর শুধুপানি দিয়ে ভর্তি ছিল, সেখানে একফোঁটা দুধও ছিল না।আসলে সবাই ভেবেছিলো যে-আমার আর দুধ নিয়ে যাওয়ারদরকার নেই, অন্যরা তো পুকুরে দুধঢালবেই।


‪#‎শিক্ষা‬ :: এই গল্পটি থেকে এক গভীর শিক্ষা পাই। যখন কোনো ভালো কাজ করার সুযোগ আসে, তখন ভেবো না যে আর কেউ এ কাজটি করবে, তাই তোমার কষ্ট করার দরকার নেই। বরং ভাবো যে ভাল কাজটা তোমার থেকেই শুরু হবে, যদি তুমি না করো তবে কেউ করবে না।