Friday 12 September 2014

প্রকৃতির এক অপরূপ লীলাভুমির নাম হামহাম

ইট-পাথরে গাথা শহুরে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আর সোঁদা মাটির গন্ধের সন্ধানে মাঝে মাঝে বন্ধুদের সাথে ঘুরতে বের হই। এবারের অভিযান সঙ্গী হিসেবে ছিল বন্ধুবর মাসুদ,অমি,নিপুন,নোমান,তানভীর,অদিতি আর আনিকা । অভিযানের উত্তেজনায় দিগুণ মাত্রা যোগ করে প্রফেসর আকতার মাহমুদ স্যার আর আফসানা ম্যামের উপস্থিতি। কাঁচের মত স্বচ্ছ পানি পাহাড়ের গাঁ বেঁয়ে আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। বুনোপাহাড়ের ১৫০ ফুট উপর হতে গড়িয়ে পড়া স্রোতধারা কলকল শব্দ করে চারিপাশ গাছ গাছালি আর নাম না জানা হাজারো প্রজাতীর লাত পাতা ও লতা গুল্মে আচ্ছাদিত হয়ে আছে পাহাড়ী